Skip to content

মেদিনীপুর শহরের কেরানিতলা চকে অবস্থিত মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত হলো বিশ্ব নবী দিবস ও বস্ত্রদান কর্মসূচি!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শনিবার ৬ই সেপ্টেম্বর মেদিনীপুর শহরের কেরানিতলা চকে অবস্থিত মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব প্রতি বছরের মতো এ বছরও বিশ্ব নবী দিবস উপলক্ষে এক মানবিক কর্মসূচির আয়োজন করল। সমাজসেবায় দীর্ঘদিন ধরে অগ্রণী এই ক্লাবের উদ্যোগে এলাকার মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়।এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে বস্ত্র বিতরণ করা হয়।এই দিন মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে ৩০০ জন মহিলাকে শাড়ি ও ৫০ জন পুরুষকে লুঙ্গি প্রদান করা হয়।নতুন বস্ত্র পেয়ে সুবিধাবঞ্চিত মানুষদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে।

ফ্রেন্ডস ক্লাবের সদস্যদের মূল লক্ষ্য হলো সমাজের পাশে দাঁড়ানো, বিশেষ করে যাঁরা অর্থ নৈতিকভাবে পিছিয়ে রয়েছেন। শুধু বিশ্ব নবী দিবস নয়,সারা বছর ধরেই বিভিন্ন সময়ে ক্লাবের পক্ষ থেকে নানা সামাজিক কর্মকাণ্ড করা হয়ে থাকে—রক্তদান শিবির, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, দুর্ঘটনাগ্রস্ত বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়ানো ইত্যাদি।

উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমেন খান, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী, সমাজসেবী আবির আগারওয়াল,ওয়ার্ড কাউন্সিলার মোজাম্মাল হোসেন,পিপলস কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আশিষ চক্রবর্তী,মেদিনীপুর টাউন মুসলিম কমিটির সম্পাদক সারফারাজ খান, ফ্রেন্ডস ক্লাবের সম্পাদক সেখ ইকবাল, সভাপতি সেখ মোহাম্মদ আলী, সহ সকল সদস্যরা। ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেদিনীপুর শহরের সাধারণ মানুষও।বিশ্ব নবী দিবসের এই মহতী প্রয়াসে মেদিনীপুর ফ্রেন্ডস ক্লাব আবারও প্রমাণ করল যে, মানবিকতার দিক থেকে তারা শহরবাসীর অন্যতম ভরসা।

Latest