ঝাড়গ্রাম নিজস্ব সংবাদদাতা : ঝাড়গ্রাম জেলায় বিনপুর-১ নং ব্লকের লোধা,শবর, আদিবাসী জনগোষ্ঠী অধ্যুষিত প্রত্যন্ত দুই গ্রাম আমরুলা ও হরিনারায়ন চকের বাসিন্দাদের কাছে পূজার উপহার পৌঁছে দেওয়ার পাশাপাশি নানা বিষয়ে সচেতনতার পাঠ দিলো মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি।গ্রাম দুটি গাডরাসিনি রেঞ্জের পাদদেশ। অদূরেই ঘাঘরা ফলস,তারাফেনি নদী। লাল কাঁকুরে ও বেলেপাথর সমৃদ্ধ মাটি।

শাল পিয়াল মহুয়া ও সেগুন আকাশমনির সবুজ ঘন জঙ্গল। যেখানে আজও সেভাবে সভ্যতার আধুনিকতা পৌঁছায়নি। কুরকুট আর বনের কাঠ , শালপাতা কুড়িয়ে জীবন যাপন। নিত্যদিন জীবিকার জন্য অসম লড়াই। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য -সদস্যারা পৌঁছে গিয়েছিলেন এই দুই গ্রামে। সামনেই দুর্গা পুজোয় যাতে ওরা নতুন পোশাকে পুজোর আনন্দে মেতে উঠতে পারে সেই উদ্দেশ্যেই ছোট বড় সবার জন্য নতুন পোশাক নিয়ে হাজির হয়েছিল কুইজ কেন্দ্র।একেবারেই দুঃস্থ পঞ্চাশটি পরিবার।

প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সকল সদস্য-সদস্যাদের জন্য নতুন পোশাক।পাশাপাশি সঙ্গে মেয়েদের সচেতন করা হলো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার বিষয়ে। এবিষয়ে আলোচনা করেন শিক্ষিকা সুতপা বসু।হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ দিলেন শিক্ষিকা শবরী বসু চৌধুরী।,সাপে কামড়ালে কি করবেন? এই নিয়ে বললেন শিক্ষক অরিন্দম দাস। ডেঙ্গু জ্বর ও ডাইনি অপবাদ নিয়ে সচেতন করলেন প্রাক্তন শিক্ষক শিক্ষারত্ন গৌতম বোস। সংগঠনের সম্পর্কে দুচার কথা বলেন সহ-সম্পাদক সুভাষ জানা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি অপূর্ব কুমার জানা,প্রতিষ্ঠাতা সম্পাদক সদ্য প্রয়াত ড.মৌসম মজুমদারের যোগ্য সহধর্মিনী সুপর্ণা মজুমদার, সদস্যা মৃন্ময়ী খাঁড়া, দীপান্বিতা ঘোষ,সূর্যশিখা ঘোষ, কমলিকা সামন্ত, সদস্য মনোরঞ্জন মান্না প্রমুখ। এই এলাকায় কুইজ কেন্দ্রকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন শিক্ষক বিমল দুবে ও স্থানীয় বাসিন্দা সুকুমার মুর্মু।