Skip to content

মেদিনীপুরের শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এক্স-রে পরিষেবা!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার UPHC বা পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেও বিনামূল্যে এক্স-রে পরিষেবা। রাজ্যে কার্যত নজির গড়ল মেদিনীপুর পৌরসভা। মেডিক্যাল কলেজ, জেলা হাসপাতাল বা মহকুমা হাসপাতাল কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে কোনও স্বাস্থ্য কেন্দ্রে এক্স-রে পরিষেবা সাধারণত পাওয়া যায় না। রাজ্যের মধ্যে নয়া দৃষ্টান্ত স্থাপন করে মেদিনীপুর পৌরসভার শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে (Saratpally UPHC) আগামী সোমবার (৩ মার্চ) থেকেই বিনামূল্যে এক্স-রে পরিষেবা দেওয়া হবে জানিয়েছেন মেদিনীপুরের পৌরপ্রধান সৌমেন খান। এজন্য পৌরপ্রধান ধন্যবাদ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার পৌরপ্রধান জানিয়েছেন, "মেদিনীপুর শহরের শরৎপল্লী ইউপিএইচসি-তে স্বাস্থ্য পরিষেবার মান আরো উন্নত করার জন্য আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের একটি এক্স-রে মেশিন দিয়েছিলেন। সেটি লাগানোর কাজ হয়ে গেছে সম্পূর্ণ। সোমবার থেকেই বিনামূল্যে পরিষেবা পাবেন শহরবাসী।" জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র বা UPHC-তে সাধারণত এক্স-রে পরিষেবা মেলে না। ইসিজি, ব্লাড টেস্ট, আর এখন টেলিমেডিসিন পরিষেবা পর্যন্ত পাওয়া যায়। কিন্তু, এক্স-রে পরিষেবা সচরাচর থাকে না। আমাদের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর সহায়তায়, মেদিনীপুর পৌরসভার উদ্যোগে শহরের এই প্রথম শরৎপল্লী পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি এক্স-রে মেশিন বসানো হয়েছে। আমরা স্বাস্থ্য দপ্তরের তরফে এক্সরে প্লেট সরবরাহ করব। সেই সঙ্গে টেকনিশিয়ান আমরা দিচ্ছি। উনি সপ্তাহে দু'দিন এক্সরে করবেন।" এর ফলে প্রতিদিন প্রায় দুই শতাধিক শহরবাসী উপকৃত হবেন মেদিনীপুর শহরবাসী।

Latest