Skip to content

নিমপুরা আর্য বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক দুর্নীতি ধামাচাপা দিয়ে সাহায্য করছে শিক্ষা দপ্তরের DI!

নিজস্ব সংবাদদাতা : গত ৪ জুলাই পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের গ্রিভ্যান্স সেলে তথ্য জানার অধিকার আইনে খড়্গপুরের বিশিষ্ট সমাজসেবী কুমার দাশগুপ্ত একটি আবেদন করেন। দীপকবাবুর আবেদনের ভিত্তিতে ২০২১ সালে গ্রিভেন্স সেল ১০ দিনের মধ্যে ডিআই অফিসকে উত্তর দিতে বলে। কিন্তু ডিআই কোন জবাব দেননি। ৪ জুলাই তাই দীপকবাবু জানতে চান ডিআই কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, কোন তদন্ত করেছেন কিনা এবং সেই তদন্ত রিপোর্ট তিনি গ্রিভেন্স সেলে পাঠিয়েছেন কিনা । এর আগে ২৭ জুন দীপকবাবু ডিআইকে আরটিআই আবেদন করে প্রাক্তন প্রধান শিক্ষক চণ্ডীচরণ ত্রিপাঠী অবসরকালীন আর্থিক সুযোগ-সুবিধে পেয়েছেন কিনা জানতে চান। ২ জুলাই ডিআই, দীপকবাবুকে জানান এই সংক্রান্ত উত্তর দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে নির্দেশ দেওয়া হয়েছে। ডিআই সরকারি আধিকারিক। তিনি আরটিআইয়ের উত্তর না দিয়ে সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষক অর্থাৎ যিনি সরাসরি সরকারি কর্মী নয় তাকে কি আরটিআইয়ের উত্তর দেওয়ার নির্দেশ দিতে পারেন । নাকি এটা ডিআই - এর সময় কেনার চেষ্টা ? এটা কি সরকারি পদে থেকে আইনকে পদদলিত করা নয় ? এই কাজ কোন আর্থিক কেলেঙ্কারির অভিযোগের তদন্ত না করে স্রেফ তাকে চাপা দেওয়ার অপচেষ্টা।

Latest