Skip to content

ঐতিহাসিক মেদিনীপুর শহরের মা সিদ্ধেশ্বরী মন্দিরে নবকলেবর উৎসব!

নিজস্ব সংবাদাতা : পশ্চিম মেদিনীপুর শহরে হবিবপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির। হবিবপুর সিদ্ধেশ্বরী কালী বিগ্রহ প্রতিষ্ঠার সুন্দর ইতিহাস রয়েছে। কালীমন্দির সূত্রে জানা গিয়েছে, রঘুনন্দন দীর্ঘাঙ্গি নামে এক বৈষ্ণব সাধু স্বপ্নাদেশ পেয়ে পুকুর থেকে অষ্টধাতুর বামকালীর বিগ্রহ তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন। তখন হবিবপুর ছিল জঙ্গলে ভর্তি। এই এলাকায় শ্মশান ছিল। তিনি বৈষ্ণব হওয়ায় মায়ের বিগ্রহ পুজোর জন্য কালিকারঞ্জন মহারাজ নামে একজনকে পুরোহিত হিসাবে নিযুক্ত করেছিলেন। শবের উপর মায়ের বিগ্রহের পুজো হতো। কালীমন্দিরের সেবাইত অসীম বসু মল্লিক বলেন, বিগ্রহ প্রতিষ্ঠার সঠিক দিনক্ষণ আমাদের জানা নেই। তবে, আনুমানিক ৫৩৫ বছর আগে এই বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছিল। মঙ্গলবার শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা ঠাকুরানীর নবকলেবর মধ্যে দিয়ে  মাতৃ প্রতিমা র শুভ দারোদ্ঘাটন হলো।

Latest