নিজস্ব প্রতিবেদন : মেদিনীপুর সাব ডিভিশন ফুটবল লীগ কে সামনে রেখে মরশুমের নতুন জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করলো মহামেডান স্পোর্টিং ফ্যান ক্লাব,মেদিনীপুর। প্রতি বছরই সাব ডিভিশন ফুটবল লীগ এ অংশগ্রহণ করার পূর্বে কলকাতার বিভিন্ন পেশাদার ফুটবল ক্লাবের মতোই জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করে থেকে মেদিনীপুরের সাদা কালো ব্রিগেড নামে পরিচিত মহামেডান এর এই ফ্যান ক্লাব।এবছরও তার ব্যতিক্রম হলো না।এই ক্লাবের চিরাচরিত সাদা জার্সিতে এবছরের বিশেষত্ব স্বরূপ মেদিনীপুরের ঐতিহ্য কে তুলে ধরতে আই লাভ মিডনাপুর এর গ্রাফিক্স ফুটিয়ে তোলা হয়েছে এই জার্সির সামনের অংশে।সেই সঙ্গে শতাব্দী প্রাচীন কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের কিট স্পনসর রকি স্পোর্টস ও এই ক্লাবের কিট স্পনসর হিসাবে যুক্ত রয়েছে,যা মেদিনীপুরের ফুটবল ইতিহাসে এই প্রথম ও অত্যন্ত গর্বের বিষয়।

এই মরশুমে ক্লাবের অধিনায়ক হিসাবে নির্বাচিত হয়েছেন গত মরশুমে লীগের সর্বোচ্চ গোলদাতা সেক আব্দুস সালাম এবং সহ অধিনায়ক হিসাবে মাঠে নামবেন দলের তরুণ তুর্কি গোলরক্ষক আভাস লামা।আজ এই ক্লাবের পক্ষ থেকে জার্সি উদ্বোধন এর সঙ্গে সঙ্গে অধিনায়ক ও সহ-অধিনায়ক কেও বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সঞ্জিত তোরই,ফুটবল সচিব বিজয় পাটি,সদস্য তন্ময় অধিকারী, রঞ্জিত দে,বিশিষ্ট ফুটবলপ্রেমী আবীর আগরওয়াল,ক্লাবের কোচ সোমনাথ সাহা,গৌতম দেব,সেক আতাউদ্দিন,অভিজিৎ দাস,আইজ্যাক আলি খাঁন,ক্লাবের সম্পাদক সেক আজহার উদ্দিন,সহ সম্পাদক আব্দুল ওয়াহেদ,অর্থ সচিব সেক আরমান,সেক সাহেব,ইউসুফ আলম খাঁন,সেক সোহেল,সেক সঞ্জু প্রমুখ।

আজকের অনুষ্ঠানের বিষয়ে ক্লাবের সম্পাদক সেক আজহার উদ্দিন ও অর্থ সচিব সেক আরমান বলেন প্রতি বছরই আমরা আমাদের স্বল্প সামর্থের মাধ্যমে কলকাতার বিভিন্ন পেশাদার ক্লাবের মতোই লীগ এর আগে জার্সি উদ্বোধন এবং অধিনায়ক ও সহ-অধিনায়ক এর নাম ঘোষণা করে থাকি,যার ফলে ফুটবলাররা উৎসাহিত হয়।এবার লীগে আমাদের দল এর পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট আশাবাদী।সকল ফুটবলপ্রেমী কে মাঠে এসে লীগের প্রতি ম্যাচ উপভোগ করার জন্য আহ্বান জানান।