Skip to content

মেদিনীপুর সুনীল দত্ত মেমোরিয়া আমন্ত্রণমূলক অ্যাকাডেমি টেবিল টেনিস টুর্নামেন্ট!

1 min read

নিজস্ব সংবাদদাতা :সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল সুনীল দত্ত মেমোরিয়া আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগীতা ১২ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল মেদিনীপুর স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাবে । গত ১২ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল চলে এই টুর্নামেন্ট । এই টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে কলকাতা ,হাওড়া ,বালির,পশ্চিম মেদিনীপুর,পূর্বমেদিনীপুর,নৈহাটি,ঝাড়গ্রাম,হলদিয়া ১০টি অ্যাকাডেমির অনুর্ধ ৯ ও অনুর্ধ ২০ বয়সীদের নিয়ে এই প্রতিযোগিতায় করা হয় ।প্রায় ৯০ জন প্রতিযোগীরা অংশগ্রহণ করে।এই প্রতিযোগীতার কনভেনর ছিলেন শ্রীপর্ণা শুনন্দ এবং কো-কনভেনর ছিলেন আমিতেশ কৃষ্ণ। পশ্চিম মেদিনীপুরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) প্রধান অতিথি হয়ে আসেন ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। এছাড়া উপস্থিত ছিলেন সৌমিত্র ব্যানার্জি, রীনা বেরা, মানস চক্রবর্তী, অনুপ কুমার ব্যানার্জী, মুক্ত দত্ত,বিপ্লব সাতরা,সোমনাথ দাস,আশীষ চক্রবর্তী,সুব্রত দত্ত প্রমুখ। দ্বিতীয়তম দিনে সুনীল দত্ত মেমোরিয়াল আমন্ত্রণমূলক টেবিল টেনিস প্রতিযোগিতায় মাস্টার্স বিভাগে সিঙ্গেলশে প্রথম হয় শ্রীপর্ণা নন্দ ও দ্বিতীয় স্থান অধিকার করেন সুব্রত দত্ত।মাস্টার্স বিভাগে ডবলস্-এ প্রথম স্থান অধিকার করেন সুব্রত দত্ত ও শ্রীপনা নন্দ এবং দ্বিতীয় স্থান অধিকার করেন প্রকাশ সরকার ও মানস চক্রবর্ত্তী ।

Latest