পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : দুর্গাপূজা মানেই নতুন আনন্দ, নতুন সাজ, নতুন পোশাকের খুশি। কিন্তু সমাজের এক বড় অংশের কাছে সেই আনন্দ অধরা থেকে যায়—কারণ পেটের ভাত জোগাড় করাই যাদের কাছে বড় চ্যালেঞ্জ, তাদের কাছে নতুন বস্ত্র কেনা যেন স্বপ্নের মতো। এই কঠিন বাস্তবতার মাঝেই এক টুকরো আলো জ্বালিয়ে দেন ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়। প্রতি বছরের মতো এ বছর ও ওয়ার্ডের মায়েদের হাতে নতুন শাড়ি তুলে দেন কাউন্সিলার। স্টেশন রোডের সবুজ সংগ্রামী ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে হাসি মুখে শাড়ি গ্রহণ করেন মায়েরা। তাঁদের চোখে মুখে ফুটে ওঠে অকৃত্রিম আনন্দ—যেন মা দুর্গার আগমনের আগেই এক টুকরো উৎসব নেমে এসেছে ঘরে ঘরে।এই মহৎ উদ্যোগে পাশে ছিলেন মাননীয় বিধায়ক সুজয় হাজরা মহাশয়। উপস্থিত ছিলেন কাউন্সিলার মৌ রায়, মোজাম্মেল হোসেন, চন্ডী হাজরা সহ এলাকার কর্মীবৃন্দরা।