পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নির্বাচন কমিশনের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ৪ঠা নভেম্বর মঙ্গলবার থেকে মেদিনীপুর শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে SIR (Special Summary Revision of Electoral Roll) প্রক্রিয়া। এই উদ্যোগের মাধ্যমে শহর জুড়ে ভোটার তালিকা সংশোধন, নাম সংযোজন ও তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে জোরকদমে। শহরের ১৪ নম্বর ওয়ার্ডের ২২৬ নম্বর বুথে সকালে থেকেই বুথ লেভেল অফিসাররা (BLO) SIR কিট হাতে নিয়ে বেরিয়ে পড়েন ভোটারদের বাড়ি বাড়ি।

তাদের লক্ষ্য—একজনও ভোটার যেন তালিকা থেকে বাদ না পড়েন, কিংবা কোনো তথ্য যেন ভুল না থাকে। প্রতিটি বাড়িতে গিয়ে BLO-রা নাগরিকদের হাতে তুলে দিচ্ছেন ইনুমারেশন ফর্ম, বুঝিয়ে দিচ্ছেন কীভাবে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে এবং কোন কোন নথিপত্র প্রয়োজন। এই ফর্মের মাধ্যমে ভোটাররা নিজেদের নাম, ঠিকানা, জন্মতারিখসহ অন্যান্য তথ্য যাচাই ও প্রয়োজনে সংশোধনের সুযোগ পাচ্ছেন। এলাকায় ইতিমধ্যেই ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। BLO-রা ধৈর্যের সঙ্গে প্রতিটি নাগরিককে সহায়তা করছেন, যাতে কোনো বিভ্রান্তি না তৈরি হয় এবং সবাই নির্বিঘ্নে নিজের তথ্য হালনাগাদ করতে পারেন।