Skip to content

মধ্যরাতে মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন!

মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন। পুড়ে ছাই পাঁচটি দোকান। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক শিশুর। ঘটনাকে ঘিরে তীব্র চঞ্চল্য। বৃহস্পতিবার মধ্যরাতে মেদিনীপুর শহরের গেট বাজারে হঠাৎই বিধ্বংসের আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় বাজারের মধ্যে থাকা পাঁচ থেকে ছয়টি দোকান। আগুন লাগার খবর পেয়েই ছুটে আসে এলাকার মানুষ। দোকান থেকে একটু দূরেই দাঁড়িয়ে ছিল ৮ বছরের বাচ্চা শিশু। সেই সময় দোকানে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। সিলিন্ডারের কিছু অংশ ছিটকে শিশুটির পেটে লাগে। তখনই নাড়িভুড়ি বেরিয়ে বেরিয়ে আসে। শিশুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন।এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বলেই মনে করা হচ্ছে। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের।

মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন
মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন
মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন
মেদিনীপুরের গেট বাজারে বিধ্বংসী আগুন

৫-৬টি দোকান পুড়ে গিয়েছে। একটা ৮ বছরের বাচ্চা মারা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। মৃত শিশুর পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। সৌমেন খান বলেন, 'দুঃখজনক ঘটনা, কী ভাবে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।' অন্যদিকে পশ্চিম মেদিনাপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন, 'আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Latest