পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : নভেম্বরের ৪ তারিখ থেকে সারা দেশে শুরু হচ্ছে SIR — Special Summary Revision of Electoral Roll অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সারাংশ সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে এই প্রক্রিয়ার আওতায় শুরু হচ্ছে ভোটার তালিকা যাচাই, নাম সংযোজন ও সংশোধনের কাজ।
তবে আশ্চর্যের বিষয় হলো এই সম্পূর্ণ প্রশাসনিক উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই মানুষের মধ্যে তৈরি হয়েছে এক অযথা আতঙ্ক। অনেকেই ভুলবশত মনে করছেন, “SIR” মানেই কোনো নাগরিকত্ব যাচাই অভিযান, হয়তো NRC বা NPR-এর মতো কিছু। কিন্তু বাস্তবে এর সঙ্গে সেসবের কোনো সম্পর্কই নেই। SIR-এর মূল উদ্দেশ্য একটাই , ভোটার তালিকাকে আরও নির্ভুল ও আধুনিক করা। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ২০০২ সালের ভিত্তিক তথ্য যাচাই পদ্ধতি অনুসরণ করে ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হচ্ছে। অর্থাৎ, যাদের নাম ২০০২ সালের পর যুক্ত হয়েছে বা যাদের তথ্য এখনো আপডেট হয়নি, তাদের তথ্য যাচাই করা হবে আধুনিক ডিজিটাল পদ্ধতিতে।সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রক্রিয়ায় কোনো নাগরিকত্ব যাচাই, ধর্ম বা জাতিগত তথ্য চাওয়া হচ্ছে না।

এটি সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়া, যার উদ্দেশ্য শুধুমাত্র ভোটার তালিকার ত্রুটি সংশোধন ও তথ্য হালনাগাদ করা। মানুষের ভুল ধারণা দূর করতে এবং আতঙ্কের পরিবর্তে সচেতনতার বার্তা ছড়াতে মেদিনীপুরে নেওয়া হয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির অফিস প্রাঙ্গণে আয়োজিত হয়েছে একটি আইনি সহায়তা ও সচেতনতা শিবির, যার নেতৃত্বে রয়েছেন টাউন কমিটির সম্পাদক সারফারাজ খান।তিনি বলেন, “অনেকেই ভাবছেন, SIR মানে নাগরিকত্ব প্রমাণ করতে হবে ,এটা সম্পূর্ণ ভুল ধারণা। এখানে শুধু ভোটার তালিকার তথ্য যাচাই করা হচ্ছে, নাগরিকত্ব নয়। আমরা শিবিরে মানুষকে বুঝিয়ে দিচ্ছি কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কোন নথি লাগবে, আর কীভাবে নিজের নাম বা ঠিকানা সংশোধন করা যায়।”এই উদ্যোগে ইতিমধ্যেই অনেকের ভয় কেটে গেছে। সাধারণ মানুষের।