পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : আজ ১২ ই রবিউল ইসলাম ধর্মের পবিত্র ঈদে মিলাদুন নবী। হযরত মহম্মদের জন্মদিন ও ওয়াফা দিবস উপলক্ষ্যে সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এদিন সকাল থেকে বিভিন্ন এলাকা কচিকাচারা হাতে ধর্মীয় পতাকা নিয়ে শোভাযাত্রার মাধ্যমে পরিদর্শন হতে দেখা যায়। মসজিদ গুলিকেও সাজিয়ে তোলা হয়। এছাড়াও বিশ্ব নবী দিবসকে উপলক্ষে কচিকাঁচা এর হাতে মেদিনীপুর ড্রিম নাইট ক্লাব এর পক্ষ থেকে প্রায় দুই হাজার বিরিয়ানি প্যাকেট তুলে দেওয়া হয়।

তারই সঙ্গে কেরানিটোলা ঈদ কমেটির পক্ষ থেকে ঠান্ডা জলের বোতল ও বিস্কুট প্যাকেট তুলে তুলে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় বেশ কিছু সমাজসেবা মূলক কর্মসূচী নেওয়া হয়। এলাকাতেই শোভাযাত্রা বের করা হয়।

বিশ্বশান্তি, ন্যায় ও মানব কল্যাণের পথ প্রদর্শক হযরত মহম্মদের প্রদর্শিত পথ অনুসরণ করে চলার বার্তাও সেই শোভাযাত্রায় দেওয়া হয়। ইসলাম ধর্মের আজ ১২ রবিউল আউয়াল। বিশ্ব নবী হজরত মহম্মদের জন্ম দিবস। সারা বিশ্বের মুসলিম ধর্মের মানুষরা এই দিনটিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে।