Skip to content

মেদিনীপুর কলেজ স্কোয়ার হকারদের মেন রোড থেকে সরিয়ে পুনর্বাসন, পৌরসভার ও মহকুমা শাসকের উদ্যোগে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা!

মেদিনীপুর কলেজ সামনে মেদিনীপুর পৌরসভার হকার পুনর্বাসনের নিয়ে আলোচনা।

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : আজ বুধবার মেদিনীপুর পৌরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় রাস্তা যার একদিকে সারাদেশের তথা পশ্চিমবঙ্গের গৌরবময় মহাবিদ্যালয় মেদিনীপুর কলেজ । অন্যদিকে ঐতিহাসিক কলিজিয়েট বয়েজ স্কুল কিন্তু দীর্ঘদিন এই পুরো এলাকার সামনের ফুটপাত ভর্তি দোকান পাট। একদিকে যেমন প্রয়োজনীয় খাওয়ার খুব সহজেই পাওয়া গেছে তেমনি প্রায় রাস্তায় যানজট দেখা গেছে। প্রায় ওই রাস্তা দিয়ে প্রয়োজনে যাতায়াত করার জন্য পথ চলতি সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হয়েছে। এমন কি স্কুল কলেজ পড়ুয়াদের আসা যাওয়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বহুদিন ধরে কলেজ ও স্কুল এই ব্যাপারটি নিয়ে বলে আসছে। আজ মেদিনীপুর সদর মহকুমা প্রশাসন ও মেদিনীপুর পৌরসভা উদ্যোগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হলো। মেইন রাস্তা থেকে সরিয়ে আপাতত পার্শ্ববর্তী জায়গা ব্যবসা করার জন্য নির্দিষ্ট করা হল। বলা যায় ফুটপাতে যারা ব্যবসা করে সংসার চালায় তাদের কথা ভেবে এই চিন্তাভাবনা। যদিও প্রথমে স্থানীয় হকাররা এর বিরোধিতা করতে থাকে। উপস্থিত ছিলেন মেদিনীপুর মহাকুমা শাসক। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান ।

0:00
/2:51

মেদিনীপুর কলেজ সামনে মেদিনীপুর পৌরসভার হকার পুনর্বাসনের নিয়ে আলোচনা।

Latest