Skip to content

এসএসকেএমে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ! ‘ডাক্তার’ সেজে শৌচাগারে ডেকে নিয়ে কু-কর্ম, ধৃত অভিযুক্ত...

1 min read

নিজস্ব সংবাদদাতা : সরকারি হাসপাতাল এসএসকেএম-এ নেমে এল লজ্জাজনক ঘটনা। চিকিৎসার নাম করে নাবালিকা রোগীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যক্তি। অভিযুক্ত নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে বুধবার হাসপাতালের বহির্বিভাগে ওই নাবালিকাকে শৌচাগারের দিকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানেই ঘটে ন্যাক্কারজনক ঘটনা। সূত্রের খবর, বুধবার চিকিৎসার জন্য এসএসকেএম-এর বহির্বিভাগে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, হাসপাতালের শৌচাগারে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয় ১৫ বছরের ওই কিশোরীকে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শেষমেশ বুধবার রাতেই ধাপা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অভিযুক্ত অতীতে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। সেই সূত্রেই মাঝেমধ্যে এসএসকেএম হাসপাতালে তাঁর যাতায়াত ছিল। বুধবারও ওই ব্যক্তি এসএসকেএম-এর বহির্বিভাগে উপস্থিত ছিলেন। সেখানেই তিনি নিজেকে ‘ডাক্তার’ বলে পরিচয় দেন এবং চিকিৎসার নাম করে এক নাবালিকাকে কথা বলে ভুলিয়ে ভালিয়ে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের শৌচাগারের দিকে নিয়ে যান। অভিযোগ, সেখানেই মেয়েটিকে যৌন হেনস্থা করেন তিনি। নাবালিকা হঠাৎ চিৎকার করে উঠতেই ঘটনাস্থলে ছুটে আসেন আশপাশে থাকা অন্যান্য রোগী ও হাসপাতালের কর্মীরা। মুহূর্তের মধ্যেই হইচই পড়ে যায় গোটা বহির্বিভাগে।

Latest