Skip to content

মঙ্গলকামনার উৎসব ধনতেরাস!

1 min read

নিজস্ব প্রতিবেদন : শুভ ধনতেরাসের অনেক শুভেচ্ছা ,সুখ সমৃদ্ধিতে আসুক সকলের জীবনে! পাঁচদিন ধরে চলা দীপাবলি উত্‍সবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয়। ভূত চতুর্দশী, ধনতেরস, দীপাবলি, শ্যামপুজো, লক্ষ্মীপুজোর মাধ্যমে এই উত্‍সব পালন করা হয়ে থাকে।দীপান্বিতা কালীপুজো মানেই আলোর উত্‍সব। বাংলায় কালীপুজোর দিন সব গৃহস্থের বাড়ি যেমন প্রদীপ, ইলেকট্রিক আলো দিয়ে সাজানো হয়, তেমনি দিওয়ালির দিন বাংলা-সহ সারা ভারত আলোর উত্‍সবে মেতে ওঠে। ভূত চতুর্দশী, ধনতেরস, দীপাবলি, শ্যামপুজো, লক্ষ্মীপুজোর মাধ্যমে মোট ৫দিন ধরে চলে হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ এই উত্‍সব। দীপাবলি উত্‍সবে কেন আলো জ্বালানো হয়? হিন্দুমতে, আলো হল পবিত্রতা, সৌভাগ্য, পরাক্রমকে জয় করার প্রতীক। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয়, দৈনন্দিন জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূরে রাখে। হিন্দু পৌরানিক কাহিনি অনুসারে, দীপাবলি বা ধনতেরাসের দিন যাঁর ঘর ১৩টি প্রদীপ দিয়ে আলো জ্বালানো থাকে, তাঁর গৃহে সুখ-শান্তি ও সমৃদ্ধি সারা বছর বজায় থাকে।ধনতেরাসকে ধনত্রয়োদশীও বলা হয়। পাঁচদিন ধরে চলা দীপাবলি উত্‍সবের প্রথম দিনটিকে বলা হয় ধনতেরাস। দীপাবলিতে নিয়ম অনুসারে মোট ১৩টি মাটির প্রদীপ জ্বালানো হয়। অশুভ আত্মা বা অশরীরী থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে আবর্জনার স্তূপের কাছে ১৩টি প্রদীপের প্রথম প্রদীপ রাখা উচিত।

Latest