Skip to content

মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ খান অনুরাগীরা,আর সেই সুযোগেই পকেটমাররা মোবাইল চুরি করেন!

নিজস্ব প্রতিবেদন : ২ নভেম্বর, বাদশা কিং খান জন্মদিন।মন্নতের বাইরে ভিড় জমিয়েছিলেন শাহরুখ খান অনুরাগীরা,আর সেই সুযোগেই পকেটমাররা মোবাইল চুরি করেন। মাঝরাতে প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে পুলিশের লাঠির ঘা খেতে হল অনেককে। আর শুক্রবার শোনা গেল, কিং খানকে দেখতে গিয়ে ১৭ জনের পকেট থেকে চুরি গিয়েছে মোবাইল।এক জাতীয় সংবাদপত্রের ফটোগ্রাফারই প্রথমে স্থানীয় বান্দ্রা পুলিশ স্টেশনে অভিযোগ জানাতে গিয়ে জানতে পারেন, তার মতো আরও অনেক ভক্তরাই এই একই অভিযোগ নিয়ে এসেছিলেন। নয় নয় করেও অন্তত ১০ জনের বেশি। পরে মুম্বইয়ের প্যারেলের বাসিন্দা এক যুবকও থানায় অভিযোগ জানাতে যান। তখনই জানা যায়, সব মিলিয়ে মোট ১৭ জনের মোবাইল চুরি গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে।

Latest