পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : রবিবার মেদিনীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মিত্র কম্পাউন্ড এলাকাকে মডেল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিলেন ওয়ার্ড কাউন্সিলার মৌ রায়। এদিন মিত্র কম্পাউন্ড উন্নয়ন সমিতির সহযোগিতায় এলাকাবাসীর মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয়।কাউন্সিলারের পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিনের বাড়ির আবর্জনা নির্দিষ্ট স্থানে রেখে সকালে আবর্জনা গাড়িতে তুলে দিতে হবে। রাস্তায় আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। গাছের ডালপালা, ঘরভাঙা রাবিশ বা অন্যান্য বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং নির্দিষ্ট সময়ে পরিষ্কার করতে হবে নিজেদেরকে। এছাড়া, গাছের ডাল বৈদ্যুতিক আলোয় বাধা সৃষ্টি করলে গাছের ডাল কেটে ফেলার দায়িত্ব বাড়ির মালিকের। তবে সম্পূর্ণ গাছ কাটার জন্য প্রশাসনিক অনুমতি নেওয়া বাধ্যতামূলক। রাস্তার পাশে গাছ লাগানো বা বাড়ি নির্মাণের সময় উৎপন্ন রাবিশ ফেলার ক্ষেত্রেও আগে থেকে অনুমতি নিতে হবে।কাউন্সিলার মৌ রায় বলেন, “এলাকাবাসীর সহযোগিতা পেলে মিত্র কম্পাউন্ডকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করা সম্ভব। এই প্রচার কর্মসূচিতে উপস্থিত ছিলেন মিত্রকম্পাউন্ড উন্নয়ন সমিতির সভাপতি সুজিত বসু, ওয়ার্ড কাউন্সিলার মৌ রায় সহ অন্যান্য সদস্য ও কর্মীবৃন্দ।