Skip to content

ডেভিড-ইস্টবেঙ্গলেই,‘ব্যর্থ’ মহামেডানের চেষ্টা !

নিজস্ব সংবাদদাতা,কলকাতা : মহামেডান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আলোচনা সবচেয়ে বেশি যাঁকে নিয়ে হচ্ছে, মিজো ফুটবলার ডেভিড। তাকে দলে পাওয়ার জন্য অনেকদিন ধরেই কথাবার্তা চালাচ্ছেন লাল-হলুদ কর্তারা। তবে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মহামেডান কর্তারা আশাবাদী ছিলেন, দল যেহেতু আইএসএলে খেলবে, তাই শেষ পর্যন্ত মহামেডান ছেড়ে ইস্টবেঙ্গলে যাবেন না ডেভিড। কারণ, কোচ চেরনিশভ যেরকম তাঁকে হাতের তালুর মতো চেনেন, সেরকম সাদা-কালো জার্সিতেও দিব্যি মানিয়ে নিয়েছেন তিনি।দল কলকাতায় ফেরার পর শনিবার ক্লাব তাঁবুতে দীপেন্দু-সহ মহামেডান কর্তারা অনেকটা সময় ধরে ডেভিডকে বুঝিয়েছেন, মহামেডানে থেকে গেলে তাঁর ফুটবল কেরিয়ারের জন্য কতটা ভাল হবে। যে এই মরশুমে এখনও পর্যন্ত সাদা-কালো জার্সিতে গোল করেছেন ৩৪টি। ২৩ গোল করে কলকাতা লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়াতেই থেমে থাকেনি। ডুরান্ডে গোল করেছে ৬টি। আর আই লিগে ৫টি। কিন্তু বাস্তব হচ্ছে, সামনের মরশুমে ডেভিডের মহামেডান জার্সি পরে খেলার কোনও সম্ভাবনাই নেই। ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে ইতিমধ্যেই আগাম সই করে বসে আছেন তিনি। ফলে ডেভিড নিয়ে মহামেডান কর্তারা যাই দাবি করুন না কেন, চুপচাপ শুধু দেখছেন ইস্টবেঙ্গল কর্তারা। তবে মহামেডান কর্তারা ঠিক করেছেন, ডেভিডের চুক্তিপত্রটা ফের একবার দেখবেন। বেশ কিছু সাদা-কালো কর্তা বলছেন, ‘‘আমাদের সঙ্গে চুক্তি শেষের আগেই ডেভিডের সঙ্গে ইস্টবেঙ্গল কীভাবে চুক্তি করল, সেটা খতিয়ে দেখতে হবে।’’এহেন ডেভিডকে নিয়ে সাদা-কালো কর্মকর্তা থেকে সমর্থকদের মধ্যে আলোড়ন উঠবে এটাই তো স্বাভাবিক। ১৩ এপ্রিল দিল্লির বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনেই খেলবে মহামেডান। ম্যাচ আয়োজনের জন্য মহামেডান কর্তারা এদিন বিধাননগর পুলিশের সঙ্গে দেখা করতে গেলেও, শেষ পর্যন্ত এদিন আলোচনা হয়নি। তবে তাঁরা আশাবাদী, ম্যাচ আয়োজন করতে কোনওরকম সমস্যা হবে না। কর্তারা চাইছেন, শেষ ম্যাচে সমর্থকরা যুবভারতীতে এসে আই লিগ ট্রফি পাওয়ার মুহূর্তটিকে উপভোগ করুক। সেই কারণেই ঠিক হয়েছে, শেষ ম্যাচে সমর্থকদের জন্য টিকিটের কোনও দাম থাকবে না। বিনামূল্যে সবাই মাঠে প্রবেশ করতে পারবেন। আই লিগ জয়ের জন্য টিমকে সংবর্ধনা দেওয়া হবে ১৪ এপ্রিল রাতে। পুরো উৎসবটিকে মিলন উৎসবে পরিণত করতে চাইছেন মহামেডান কর্তারা। কোচ দেশে ফিরবেন ১৫ এপ্রিল। ডেভিড হাতছাড়া হলেও কর্তারা চাইছেন, আই লিগের নব্বই শতাংশ দলটাকেই ধরে রাখতে।

Latest