Skip to content

এফসি গোয়ার বিরুদ্ধে এগিয়ে থেকেও ড্র মহমেডান স্পোর্টিংয়ের, পারফরম্যান্সে নজর কেড়ে নিয়েছে সাদা-কালো ব্রিগেড!

1 min read

কলকাতা, নিজস্ব সংবাদদাতা : বাংলার তিন প্রধানের এক প্রধান দল হিসেবে মোহনবাগান, ইস্টবেঙ্গলের পর বর্তমানে দেশের শীর্ষ সারির লিগ ইন্ডিয়ান সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে মহমেডান স্পোর্টিং। বাংলা ফুটবলের জন্য যা অন্যতম বার্তা বহন করেছিল। নতুন দল হিসেবে আইএসএল অভিষেকে প্রথম ম্যাচে ভালো ফুটবল খেলেও স্নায়ুর চাপ ধরে রাখতে না পেরে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইনজুরি টাইমে গোল খেয়ে হার দিয়ে অভিযান শুরু করেছিল। আজকের খেলায় ম্যাচের ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোয়ার অভিজ্ঞ গোলকিপার কাট্টিমানির বিরুদ্ধে গোল করেন অ্যালেক্সিস গোমেজ। ক্লাবের হয়ে আইএসএলের প্রথম স্কোরার হিসেবে নাম লেখান ১০ নম্বর জার্সির অ্যালেক্সিস। প্রথম গোল করার পর আরও শক্তিশালী হতে শুরু করে সাদা-কালো ব্রিগেড। প্রাচীর হয়ে দাঁড়ায় অভিজ্ঞ গোয়া গোলরক্ষক কাট্টিমানি। ৬টি শট সেভ করেছেন তিনি। রেজাল্ট অন্য কিছু হতে পারত। অন্যদিকে ইনজুরি টাইমে (৯০+৪) দুর্দান্ত হেডারে গোল আর্মান্দো সাদিকুর। শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে গোল খেয়ে ২পয়েন্ট হাতছাড়া সাদা-কালো ব্রিগেডের।

Latest