Skip to content

বাংলা গানের জন্য হাজার মাইল পার করে এসেছেন মহিতোষ তালুকদার তাপস!

1 min read

নিজস্ব সংবাদদাতা : পাবলিশার্স এন্ড বুকসেলেরস গিল্ড উদ্যোক্তারা জানিয়েছেন যে কলকাতা বইমেলার শেষ দিনে 'সুরবন্ধন' শুরু হয়েছিল । শনিবার বিকেলে আমেরিকার বোস্টন প্রবাসী মহিতোষ তালুকদারের নেতৃত্বে আশ্রমে ‘সুরবন্ধন’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সুইডেন, জার্মানি, বাংলাদেশসহ সাতটি দেশের শতাধিক শিল্পী এই অনুষ্ঠানে অংশ নেন। আশ্রমে বাংলা গান পরিবেশনের সময়, শ্রোতারা সক্রিয়ভাবে যোগ দেন। মহীতোষ বাবু, মূলত বাংলাদেশের ময়মনসিংহের, গত ৩২ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সঙ্গীতের প্রচার করাই এই উদ্যোগের উদ্দেশ্য। বাংলা সঙ্গীতের প্রথম শতাব্দী ২০০৩ সালে বোস্টনে শুরু হয়েছিল, এবং তারপর থেকে, গত বছর নববর্ষের প্রাক্কালে টাইমস স্কোয়ারের পাশাপাশি সুইডেন, লন্ডন এবং আমেরিকার বিভিন্ন প্রদেশে বৃহৎ আকারের বাংলা গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহীতোষ প্রকাশ করেন যে তারা যখন বাংলা গান গায়, তখন বিদেশিরা শোনে, তাদের বোঝাপড়া নির্বিশেষে, যা বাঙালিরা খুব প্রশংসা করে। বান্নাভগ্রামের বাউল আশ্রমের আধিকারিক অমিতাভ ভট্টাচার্য চার মাস আগে মহীতোষ তালুকদার কে আমন্ত্রণ জানিয়েছিলেন।

Latest