Skip to content

আইএসএলে ইতিহাস তৈরি করল মোহনবাগান!

নিজস্ব সংবাদদাতা : মোহনবাগানের মুকুটে আরও একটি পালক জুড়ল । আইএসএলের(ISL) দশ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য লিগ-শিল্ড জিতে ইতিহাস গড়ল তারা । যুবভারতী ক্রীড়াঙ্গনে সোমবারের ম্যাচে মুম্বই সিটি এফসি-কে ২-১ গোলে হারিয়ে এই কৃতিত্ব স্পর্শ করে তারা। গতবছর জিতেছিল আইএসএল ট্রফি । কিন্তু এর আগে কখনও লিগ-শিল্ড জেতেনি হাবাসের দল। ২২ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড শেষ করল তারা। এদিনের ম্যাচে মোহনবাগানের হয়ে গোল করে লিস্টন কোলাসো এবং জেসন কামিংস। এখনও রয়েছে আইএসএলের ট্রফি পেয়ে ‘ডাবল’ করার সুযোগ।উল্লেখ্য, লিগ-শিল্ড জেতার ফলে মোহনবাগান পরের মরসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর গ্রুপ পর্বে সরাসরি খেলার সুযোগ পেয়ে গেল । এদিন প্রিয় দলকে সমর্থন করতে মাঠ ভরিয়েছিলেন হাজার পঞ্চাশেক সমর্থক।এদিনের ম্যচের শুরু থেকেই জেতার জন্য মোহনবাগানের মরিয়া ভাব স্পষ্ট চোখে পড়ছিল। ম্যাচের আগাগোড়াই আধিপত্য বজায় রাখে তারা। এদিন ডাগআউটে হাবাসের উপস্থিতি দলের মনোবলকে আরও বাড়িয়ে দেয়। অসুস্থ শরীরেও এই স্পানিশ কোচ সাইডলাইন থেকে ক্রমাগত উদ্বুদ্ধ করে গেছেন তাঁর দলকে। ম্যাচের শেষ দিকে দু’দলের খেলোয়াড়দেরই উত্তেজিত হয়ে পড়তে দেখা যায়।হ্যামিল লাল কার্ড দেখায় একসময় দশ জনের দল হয়ে যায় মোহনবাগান। কামিংস এবং লাচেনপাকেও হলুদ কার্ড দেখানো হয় পরের দিকে। ম্যাচের ৮৯ মিনিটে মোহনবাগানের সামান্য একটি ভুলে একটি গোল করেন মুম্বই সিটি এফসির ছাংতে। যদিও ম্যাচে আর ফেরা হয় না মুম্বই-এর। লিগ-শিল্ড জিতেই মোহনবাগান এদিন ঘরের মাঠে নতুন ইতিহাসের জন্ম দিল।

May be an image of 1 person and text
May be an image of ‎2 people, people playing American football, people playing football and ‎text that says "‎Aeлa ER RLEA LEA LEA LE SUPER INDIAN م T INDIAN SUPER SD MP BIRLA CEMENT 代 EZSC GIANT 12 KG DYEARS ik‎"‎‎
May be an image of 2 people, crowd and text that says "BAGAN MARINERS MA M ERSARENAYS ARENA'S SHOLAY ALL 14 HAS CAN 10 YEARS 10"

Latest