নিজস্ব প্রতিবেদন : একাধিক জায়গায় আজ ভোর হতে না হতেই সোমবার সকাল থেকে হানা দেন ইডির তদন্তকারী অফিসাররা। বালি পাচারের সঙ্গে একাধিক ব্যক্তির বাড়িতে ইডি অফিসাররা হানা দিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর উত্তর ২৪ পরগনা এবং কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্চে বলে খবর।সোমবার সকালে ঝাড়গ্রামে গোপীবল্লভপুর ১ ও ২ ব্লকে একাধিক বালি ব্যসায়ীর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। এদিন শেখ জহিরুল আলি নামে এক বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। তাঁর বিরুদ্ধে সুবর্ণরেখা নদী থেকে বালি পাচারের অভিযোগ উঠেছে।