Skip to content

সোমবার চতুর্থ দফা ভোট!

নিজস্ব সংবাদদাতা : রাত পোহালেই চতুর্থ দফার ভোট!সোমবার চতুর্থ দফায় বাংলায় আটটি কেন্দ্রে ভোট রয়েছে।সোমবার চতুর্থ দফায় বাংলায় যে আটটি কেন্দ্রে ভোট রয়েছে সেগুলি হল - বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর, বীরভূম। এই কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য কমপক্ষে ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম, বোলপুর, বহরমপুরে ভোট-হিংসার ঘটনা অতীতে ঘটেছে। তাই এই কেন্দ্রগুলি নিয়ে বিশেষ ভাবে সতর্ক কমিশন। বাংলার আট আসন ছাড়াও দেশের ৮৮টি লোকসভা কেন্দ্রে চতুর্থ দফায় ভোট। ভোট হচ্ছে দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশ (২৫) এবং‌ তেলঙ্গানা (১৭)-র সব আসনেই ভোট হয়ে যাচ্ছে সোমবার। তা ছাড়াও উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হবে। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও একই দিনে ভোটগ্রহণ হবে।গত তিন দফার নির্বাচনেই ভোটদানের হার গত লোকসভা নির্বাচনের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কমেছে।

Latest