Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে বাঁদরের আক্রমণে আহত ৩০ জনের বেশি!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীতে বাঁদরের আক্রমণে আহত ৩০ জনের বেশি, গুরুতর আহত হয়ে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে । কয়েকজন বিগত ১০ দিনের বেশি শালবনী এবং পার্শ্ববর্তী চকতারিণী এবং তিলাখুলা গ্রামে হঠাৎই আগত একটি বাঁদরের আক্রমণের আতঙ্কিত এলাকার মানুষ ও মহিলা শিশুসহ প্রায় ৩০ জনের বেশি। মানুষ আহত কয়েকজনের আঘাত এতটাই গুরুতর তাদের কলকাতার হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। শেষ পাঁচ দিন চেষ্টা করেও বাঁদরটিকে কাবু করতে পারেনি বনদপ্তর, অনেক চেষ্টা করেও বৃহস্পতিবার রাত্রে পর্যন্ত বাঁদরটিকে কোনভাবেই জালে ধরতে পারেনি। এই বাঁদরটি যে কোনও সময় মানুষের বাড়ি, রান্নাঘর বা যেকোনো জায়গায় আক্রমণ করছে, এমনকি রাস্তায় বেশ কয়েকজনকে আক্রমণ করে আহত করেছে।

বিভিন্ন স্থানে ফল দিয়ে টোপ দিয়ে এবং জাল ফেলেও এটিকে দমন করা যাচ্ছে না, এলাকার মানুষ বুঝতে পারছে না যে হঠাৎ এই বাঁদরটি কোথা থেকে এসে হাজির হয়েছে, অনেকেই বলছেন যে কোন এলাকা থেকে, কেউ হয়তো শালবণী স্টেশনের কাছে বাঁদরটিকে ছেড়ে দিয়েছে এবং তারপর থেকে পুরো এলাকা জুড়ে এর তাণ্ডব বাড়ছে। একদিকে আতঙ্ক, অন্যদিকে স্থানীয় মানুষ বন বিভাগের প্রতি ক্ষোভ প্রকাশ করছে। ছোট ছোট ছাত্র-ছাত্রীরা স্কুল টিউশনে যেতে ভয় পাচ্ছে এবং এলাকার মহিলা এবং বয়স্করা সকালের কাজে বা সন্ধ্যায় হাঁটতে যেতে ভয় পাচ্ছে। এমনকি বানরের ভয়ে অনেকে ঘরের দরজা-জানালা খোলা রাখতেও ভয় পাচ্ছে, এই পরিস্থিতিতে বন বিভাগ জানিয়েছে যে বানরটিকে দমন করার জন্য আগামীকাল আবার একটি জোরালো অভিযান চালানো হবে।

Latest