Skip to content

সোমবার দাসপুরে বিভিন্ন কর্মসূচি সেরে প্রশাসনিক বৈঠক করেন ঘাটালের সাংসদ দেব!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : সোমবার দাসপুরে প্রথমে দলীয় কর্মসূচি এবং বৃক্ষরোপণ করেন দেব। তার পরে তিনি যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহে। সেখানে বিদ্যাসাগরের ১৩৪তম তিরোধান দিবসে তিনি তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এর পর তিনি প্রশাসনিক বৈঠক সারেন ঘাটালে মহকুমাশাসকের কার্যালয়ে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে। জমি পরিমাপের কাজ শেষ। এর পর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। তিনি আরও বলেন, “আমার ফাস্ট প্রায়োরিটি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা দ্রুত শুরু করা। যতক্ষণ না কাজটা শুরু হচ্ছে তত ক্ষণ আমার শান্তি নেই।” এর পরেই দেব বলেন, “আমি আবার এই সপ্তাহে কেন্দ্রীয় সরকারের কাছে যাচ্ছি। পাঁশকুড়া হয়ে ঘাটাল পর্যন্ত রেললাইনটা হওয়ার কথা ছিল ২০০৯ সালে। আমাদের দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি প্রস্তাবটা দিয়েছিলেন। বাজেটের মধ্যেও ছিল। কিন্তু তা সত্ত্বেও কাজ শুরু হয়নি। আমার কাজ হবে এই বিষয়টা তুলে ধরা। ঘাটাল-আরামবাগ পর্যন্ত রেললাইনের কাজটা যেন এ বারে অনুমোদন পায়।

Latest