পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রতিবছরের মতো এই বছরও মেদিনীপুর শহরে জগন্নাথ মন্দিরে শ্রীশ্রীজগন্নাথদেব রথযাত্রা উদযাপিত হয়েছে ৷ কয়েকদিন আগেই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় মন্দির প্রাঙ্গণে। এদিন সাংসদের হাত ধরে রথযাত্রার নগর পরিক্রমা শুরু হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গণ থেকে ৷ মূলত এই দিন নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী নিয়ম রীতি মেনেই রথযাত্রার উদ্বোধন হয় ৷ মেদিনীপুরে জগন্নাথ মন্দিরের রথযাত্রার উদ্বোধনে উপস্থিত হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মেদিনীপুরের সাংসদ গণদেবতা আমাকে আশীর্বাদ,করেছে এবার জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইলাম'যাতে মেদিনীপুরের জনগণের আওয়াজ হয়ে উঠতে পারি সাংসদে!
জুন মালিয়া পার্লামেন্টে গিয়ে এবার রেল কলোনির সমস্যা নিয়েই প্রশ্ন করবেন নবনির্বাচিত সাংসদ জুন মালিয়া"মেদিনীপুরের রথযাত্রার উদ্বোধনী রথের দড়ি টেনে শুভ উদ্বোধন করেন। এই রথ উদ্বোধনের এসে এরকমই মন্তব্য করে গেলেন নবনির্বাচিত সাংসদ।এরই সঙ্গে তিনি বললেন মেদিনীপুরের গণদেবতা আমাকে জিতিয়েছে ভোটে,এবার জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাইলাম যাতে মেদিনীপুর মানুষের সুবিধা অসুবিধার কথা তুলে ধরতে পারি।তাদের আওয়াজ হয়ে উঠতে পারি। প্রসঙ্গত, রথযাত্রার দিক নির্দেশ করা হয়েছে জগন্নাথ মন্দির থেকে। এরপর স্কুল বাজার, বটতলাচক কেরানিতলা ক্ষুদিরাম স্ট্যাচুতে পৌঁছানোর পর সেখানে ঢাকঢোল পিটিয়ে আতশবাজি প্রদর্শনীর মধ্য দিয়ে আরতি হবে। এরপর ওল্ড এলআইসি মোড়, রাজাবাজার গোলকুয়াচক, ছোটবাজার, স্কুলবাজার হয়ে নতুন বাজারে মাসির বাড়িতে পৌঁছবেন মহাপ্রভু জগন্নাথদেব, বোন সুভদ্রা ও দাদা বলরাম ৷ এরপর 8 জুলাই পর্যন্ত বিশ্রামে থাকবেন দেবতা ।