Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১নং ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রাজ্যের প্রাথমিক স্কুলগুলির পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকমহল। কোনও স্কুলে রয়েছেন একজন শিক্ষক, কোনও স্কুলে এক জনও নেই। কোথাও ভবন আছে, শিক্ষকও আছেন কিন্তু পাঠদানের জন্য নেই শিক্ষার্থী। গত মঙ্গলবার ২রা সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ১নং ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতের কোটপাদা প্রাইমারি স্কুলের শ্রেণিকক্ষের শিলান্যাস করলেন সাংসদ জুন মালিয়া। সাংসদ তার তহবিল থেকে বিদ্যালয়ের অতিরিক্ত নবনির্মিত শ্রেনী কক্ষের তৈরি করেন। তারপর তিনি দাঁতন ১নং ব্লকের তররুই গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান পরিদর্শন করেন ।

সাংসদ জুন মালিয়া বলেন স্থানীয়রা মূলত বার্ধক্য ভাতা,জাতি শংসাপত্র, কেউ কেউ এসসি-এসটি শংসাপত্র নিয়ে সমস্যার কথা জানিয়েছেন। কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সম্পর্কেও কথা বলেছেন। বৃষ্টি মাথায় নিয়ে শিবিরে এসে এলাকার বাসিন্দারা তাঁদের সমস্যার কথা জানিয়েছেন। সেগুলি নথিভুক্ত হয়েছে।

Latest