Skip to content

উপ নির্বাচনের তৃণমূল প্রার্থীর সমর্থনে সাংসদ জুন মালিয়ার রোড শো!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : হাইভোল্টেজ মেদিনীপুরে ফের বিধানসভা উপনির্বাচন। বিধানসভা উপ নির্বাচন মেদিনীপুর সহ রাজ্যের ৬টি এবং দেশের ৪৮টি বিধানসভায় অনুষ্ঠিত হবে আগামী ১৩ নভেম্বর। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর বিধানসভা উপ নির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে মেদিনীপুরের জগন্নাথ মন্দির থেকে জুগনিতলা পর্যন্ত প্রার্থীকে নিয়ে রোড শো করলেন অভিনেত্রী সাংসদ জুন মালিয়া। হুট খোলা জিপ থেকে দুহাত জোড় করে সাধারন মানুষের কাছে চাইলেন জন সমর্থন।

Latest