Skip to content

ইসলাম ধর্মের বছরে প্রথম মাস হল মহরম!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ইসলাম ধর্মের বছরে প্রথম মাস হল মহরম। বুধবার মুসলিম সম্প্রদায়ক মানুষদের সবথেকে গুরুত্বপূর্ণ পবিত্র শোক পালন দিবস হল মহরম উৎসব, ১০ই মহরমের দিনে ‘ফোরাত’ কুফার একটি সুপ্রাচীন নদীর কূলে অবস্থিত কারবালার প্রান্তর।এই কারবালায় হজরত মুহাম্মদ (সাঃ) এর নাতি ইমাম হোসেনের মৃত্যুর দিনটি কে স্মরণ করে সারাবিশ্বে মুসলমানরা পালন করেন। তাজিয়া মিছিলে অংশ গ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ এর নাতি হযরত ইমাম হোসাইন ইবনে আলীর ১০ মহরম কারবালার ফোরাত নদীর তীরে এজিদ বাহিনীর হাতে শাহাদাৎ বা শহীদ বরণ করেন। এই শোক ও স্মৃতিকে স্মরণ করে সারা বিশ্বে মুসলিমরা ধর্মীয় অনুষ্ঠান পালন করে মহরম।এই উপলক্ষে তাজিয়া মিছিল করেছে হোসাইন ভক্তরা । ১০ই মহরম মেদিনীপুর বুধবার বিকেলে শহরের মিয়াবাজার তালপুকুর ইমামবাড়া থেকে হুসাইন গোলামে কাফেলা কমিটির পক্ষ থেকে একটি পবিত্র তাবুত পাক জানাযায়ে কাফেলা বের হয় দুপুর ৪টা নাগাদ হযরত ইমাম হুসাইন এর স্মরণে । এই পবিত্র তাবুত পাক নিয়ে মিয়া বাজার তালপুকুর ইমামবাড়া থেকে মেদিনীপুর শহর ভীমচক, স্কুলবাজার, জগন্নাথমন্দির,নতুন বাজার, কারবালা শরীফ গিয়ে মাঞ্জিল দেওয়া হয়।

Latest