পশ্চিম মেদিনীপুর, নিজস্ব প্রতিবেদন: রাতভর নিখোঁজ থাকার পর রাস্তার ধারে এক তরুণের দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকায়। মৃত বছর ২০ এর যুবকের নাম শেখ সেলিম। শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে খানিক দূরে অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ওই যুবক। কিন্তু রাত গড়ালেও তিনি আর ফেরেননি। শনিবার সকালে স্থানীয়রা পুকুর পাড়ে তাঁকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। এরপরেই এলাকায় ভিড় জমে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শকেই মৃত্যু হয়েছে ওই তরুণের। তবে খুন নাকি দুর্ঘটনা—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবেই বিদ্যুতের তারে শক দিয়ে খুন করা হয়েছে তাঁকে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মৃত তরুণের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ফলে তাদের সন্দেহ আরও ঘনীভূত হচ্ছে। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত্যুর কারণ নিশ্চিত হতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। পাশাপাশি, ওই রাতে তিনি কারও সঙ্গে ছিলেন কি না, সে বিষয়েও খোঁজ চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
বিদ্যুতের শক দিয়ে খুন! নিখোঁজ ছিলেন এক দিন, সকালে সেই যুবকের দেহ উদ্ধার, মেদিনীপুরে তরুণের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য...
