নিজস্ব সংবাদদাতা: দাসপুর গান্ধী মিশনের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) পরলোক গমন করলেন। মঙ্গলবার রাত্রি ৯টা নাগাদ ঘাটাল শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। পরিবার তরফে জানাযায়, দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

দীর্ঘদিন ধরে সমাজসেবার সঙ্গে যুক্ত নারায়ণ ভট্টাচার্য দাসপুর অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সেবার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। গান্ধীবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দাসপুর গান্ধী মিশন প্রতিষ্ঠা করেন এবং আজীবন নিঃস্বার্থভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন।

তাঁর প্রয়াণে দাসপুর ও ঘাটাল মহকুমা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

অনেকেই বলেছেন, নারায়ণ ভাইয়ের মৃত্যুতে সমাজ এক নিষ্ঠাবান ও আদর্শবান সমাজসেবীকে হারাল। তাঁর অবদান দাসপুর এলাকার মানুষ চিরদিন স্মরণে রাখবে।

বিপ্লবী সংবাদ দর্পণের পক্ষ থেকে প্রয়াত নারায়ণ ভট্টাচার্যের (নারায়ণ ভাই) আত্মার শান্তি কামনা করা হচ্ছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা। তাঁর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হল, তা পূরণ হওয়া সহজ নয়।



বন্যার প্রকোপ যতই থাকুক ঘাটাল রেডক্রশ সোসাইটির মানবিকতার এই হাতছানি নতুন আশার আলো দেখাচ্ছে ঘাটাল ও দাসপুরের মানুষকে।অসহায় দুর্গত মানুষজনের পাশে থাকার বার্তা দেন ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) । সমাজ সংস্কার বিশেষ করে প্রান্তিক শ্রেণীর মানুষদের স্বার্থে নারায়ণ ভাই অবদান চির স্মরণীয় থাকবে।