নিজস্ব সংবাদদাতা : দেশের রেল সংযোগকে ঢেলে সাজাতে এবার তাবড় প্রকল্পের উদ্বোধন হলো প্রধানমন্ত্রীর হাত দিয়ে । প্রধানমন্ত্রী সোমবার একযোগে শিলান্যাস করেছেন দেশের রেল পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত ২০০০ টি প্রকল্পের। যে প্রকল্পে খরচ হচ্ছে ৪১ হাজার কোটি টাকা। উন্নয়ন হবে স্টেশনের মানের। এছাড়াও সোমবার মোদীর হাত ধরে শিলান্যাস হয়েছে ১৫০০ টি ওভার ব্রিজ ও ২০০০ টি আন্ডার ব্রিজের।