Skip to content

৯ মাস মহাকাশে থাকার পর পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস এবং বুচউইলমোর!

নিজস্ব প্রতিবেদন:  ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর।। বুধবার ভারতীয় সময় ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার গাল্ফ অফ মেক্সিকোয় সফলভাবে অবতরণ করে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগন। মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত সুনীতাদের এই প্রত্যাবর্তন নিরাপদে হয়েছে বলে জানিয়েছে নাসা। স্পেসএক্স ক্রু ড্রাগন ক্যাপসুল 'ফ্রিডম' পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে প্রায় ৩,০০০ ডিগ্রি ফারেনহাইট (১,৬৫০ ডিগ্রি সেলসিয়াস) তীব্র তাপমাত্রা সহ্য করে প্যারাশুট খলুতে সক্ষম হয়। বুধবার ভোর ৩টে ২৭ মিনিটে ফ্লোরিডার তালাহাসির কাছে উপকূলে অবতরণ করে। তাঁদের আনার জন্য পৌঁছে গিয়েছিল মার্কিন নৌ সেনা বাহিনীর বোট। ক্যাপসুলের হ্যাচ খুলে মহাকাশচারীদের বাইরে বার করা হয়। প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তারপর বেরিয়ে আসেন সুনীতা। ক্যাপসুল থেকে বেরিয়ে আসার সময় সুনীতা হাত নাড়তে থাকেন সেখানে উপস্থিত সকলের উদ্দেশ্যে। হোয়াইট হাউস মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের নিরাপদ অবতরণের প্রশংসা করেছে। এটিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতি রাখার কথা মনে করিয়ে দিয়েছে।

Latest