Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলায় অনুষ্ঠিত হলো জাতীয় লোক আদালত!

1 min read

নিজস্ব সংবাদদাতা: রাজ্যের অন্যান্য স্থানের মতো এবছরের তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হলো মেদিনীপুর জেলার বিভিন্ন আদালতে। লোক আদালত অনুষ্ঠিত হলো মেদিনীপুর আদালত খড়্গপুর আদালত , ঘাটাল আদালত , গড়বেতা আদালত ও দাঁতন আদালতে। এই আদালত গুলিতে এক সাথে লোক আদালতের বেশ কয়েকটি করে বেঞ্চ বসে ।ব্যাঙ্কিং অনাদায়ী লোন সম্পর্কিত সমস্যা ,ট্রাফিক চালান সহ অন্যান্য বেশ কিছু বিষয়ের নিষ্পত্তি হয়। এদিন লোক আদালতে সব মিলিয়ে ৬৩৭২ টি কেস উত্থাপিত হয়েছিল। এরমধ্যে ৫০৪৫ টি কেস নিস্পত্তি হয়।সব মিলিয়ে মোট ১০ কোটি ৯৬ লক্ষ ৬৫ হাজার ১৪৮ টাকার সেটেলমেন্ট হয়। মেদিনীপুর লোক আদালতে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এদিনের কর্মসূচির সূচনা করেন জেলা জজ ও দায়রা বিচারক সঞ্জয় কুমার দাস। উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক শাহীদ পারভেজ সহ অন্যান্য বিচারক ও আইনজীবীরা।

Latest