Skip to content

নিট ২০২৪ (NEET) কাউন্সেলিং নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের!

নিজস্ব সংবাদদাতা:  ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট বা নিট ২০২৪ নিয়ে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে। তারই কাউন্সেলিংয়ে কোনও স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট ও কলকাতা হাইকোর্টে আগেই পিটিশন দাখিল হয়। অভিযোগ উঠেছিল, পাটনা-সহ একাধিক রাজ্যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে।পাশাপাশি বেশ কিছু জায়গায় ভুল প্রশ্ন রয়েছে, যার খেসারত ছাত্র ছাত্রীদের দিতে হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। তার ভিত্তিতেই নিট ২০২৪-এর পরীক্ষা বাতিলের আর্জি জান জানানো হয়েছিল। তবে এদিন আদালত জানিয়েছে, এখনই তারা বাতিলের আর্জির উপর কোনও স্থগিতাদেশ দেবে না। পরবর্তী শুনানি হবে ৮ জুলাই। প্রসঙ্গত, দেশের কয়েক লক্ষ ডাক্তারের ভবিষ্যৎ নির্ভর করে আছে এই পরীক্ষার উপর।

Latest