Skip to content

কেন্দ্রীয় বাজেটে কী কী বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন!

1 min read

নিজস্ব সংবাদদাতা:  কেন্দ্রীয় বাজেট ২০২৫-এর লাইমলাইটে ছিল আয়কর ঘিরে কৌতূহল। গোটা দেশের জল্পনার পর্দা সরিয়ে এদিন আয়কর নিয়ে বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এরই সঙ্গে বেশ কিছু সেক্টর নিয়ে ঘোষণা উঠে আসে, নির্মলা সীতারামনের ২০২৫ সালের বাজেটে।

দেখে নেওয়া যাক,  কী কী জিনিসের সস্তা হল :
 -ক্যানসার, বিরল রোগ সহ ৩৬টি জীবনদায়ী ওষুধে পুরোপুরি  শুল্ক (বেসিক কাস্টমস ডিউটি) ছাড়ের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এছাড়াও আরও ৬ টি জীবনদায়ী ওষুধে ৫ শতাংশ শুক্ল ঘোষণা করা হয়েছে শুক্ল ছাড়ের।
-এলইডি, জিঙ্ক, কোবাল্টের পণ্য, লিথিয়াম আয়ন ব্যাটারি স্ক্র্যাপ, ১২ টি বিশেষ খণিজ (ক্রিটিক্যাল মিনারেল) থেকে শুল্ক (বেসিক কাস্টমস ডিউটি) সরানোর ঘোষণা হয়েছে। ওপেন সেল সহ কিছু পণ্যে ৫ শতাংশ শুক্ল ছাড়ের ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। সম্ভাবনা থাকছে টিভি সস্তা হওয়ার।
- অর্থোপেডিক যন্ত্রপাতির জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
-রোপওয়ে রাইডে জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
- পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷
-সস্তা হতে পারে দেশে তৈরি পোশাকও।
-ইভি ব্যাটারি তৈরিতে ৩৫ টি বাড়তি পণ্য, মোবাইল ফোনের ব্যাটারি উৎপাদনের জন্য ২৮টি অতিরিক্ত পণ্য ‘অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যের’ তালিকায় যুক্ত করা হবে। সস্তা হতে পারে বৈদ্যুতিন গাড়ি। 
-ফ্রোজেন মাছের পেস্ট (সুরিমি) র ক্ষেত্রেও শুল্কের কমতি ঘোষিত হয়েছে। এর অ্যানালগ পণ্যে তৈরি ও রপ্তানির জন্য শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।
কী কী জিনিসের দাম বাড়ল :
-ব্যাঙ্কের চেক ইস্যু করার উপরে যে ফি কাটা হয়, তার উপরেও কাটা হবে ট্যাক্স।
-প্রিন্টিং, রাইটিং, ড্রয়িং ইত্যাদির সামগ্রী ছাড়াও ছুরি, চামচ, টেবিল পেপার, ডেয়ারি মেশিনারি, এলইডি বাল্বের উপরেও ১২ শতাংশ জিএসটি বাড়িয়ে ১৮ শতাংশ করে দেওয়া হয়েছে।
- সোলার ওয়াটার হিটার এবং ফিনিশড লেদারের উপরেও জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।
-এবার হোটেল রুম যার দৈনিক ভাড়া ১০০০ টাকার কম সেখানেও বসতে চলেছে কর। ১২ শতাংশ জিএসটি-র আওতায় পড়বে ৷

Latest