নিজস্ব প্রতিবেদন : বর্তমানে আলোর পাশাপাশি দীপাবলি বাজির উৎসব হয়ে উঠেছে। বাজি পোড়ালে যেমন বায়ু দূষণ হয়, তেমনই শব্দবাজি শিশু, বয়স্ক, অসুস্থ মানুষদের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এমনকি শব্দবাজির শব্দের দাপটে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে পশু-পাখিরাও। শব্দবাজি পশু-পাখিদের উপর মারাত্মক প্রভাব ফেলে। তাই পশু-পাখিদের কথা ভেবে নীরবে দীপাবলি পালন করছে ৯০০-র বেশি পরিবার। বাজি নয়, কেবল আলোর উৎসব পালন করছে তারা। বর্তমানের কোলাহলপূর্ণ পরিবেশেও শান্ত দীপাবলির সাক্ষ্য হয়ে উঠেছে তামিলনাড়ুর এরোড জেলা।
নীরবে দীপাবলি পালন ৭ গ্রামের বাসিন্দাদের!
