Skip to content

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ খেলা জার্সি!

নিজস্ব প্রতিবেদন : আমেরিকায় পা দেওয়ার পর থেকেই উন্মাদনা যেন আকাশ ছুঁয়েছে। ইন্টার মায়ামিতে তাঁকে খেলতে দেখার জন্য ভিড় করছেন অন্য জগতের তারকারা। মার্কিন মুলুকে ফুটবল উন্মাদনাও এক ঝটকায় বেড়ে গিয়েছে অনেকটাই। পরের বিশ্বকাপ মেক্সিকো, কানাডার পাশাপাশি আমেরিকাতেও হবে। তার আগে মেসির ইন্টার মায়ামিতে পা দেওয়া নিশ্চিত ভাবে দেশের ফুটবলকে অনেকটাই এগিয়ে দেবে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করা লিওনেল মেসিকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে। খুব শিগগিরই এলএম টেনের কাতার বিশ্বকাপে পরে খেলা জার্সি নিলামে উঠতে চলেছে। তার দাম কত হতে পারে? কাতার বিশ্বকাপে যে ছ’টা জার্সি পরে খেলেছেন মেসি, তাই নিলামে তোলা হচ্ছে। আর্জেন্টিনার সাদা-আকাশনীল জার্সির প্রতি মোহ সেই মারাদোনার সময় থেকে। ফুটবলের রাজপুত্র বিশ্বকাপ দিয়েছিলেন। তারপর আবার আর্জেন্টিনাকে ফুটবলের শ্রেষ্ঠ আসনে বসিয়েছেন মেসি। তাঁর জার্সি নিলামে তোলা হলে তা যে সব রেকর্ড ছাপিয়ে যাবে, তাতে আর আশ্চর্য কী। ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে ওই ছ’টা জার্সির, এমনই আন্দাজ করা হচ্ছে। ভারতীয় টাকায় যা ৮৩ কোটি ৩৬ লক্ষর থেকে একটু বেশি। একটা জার্সির দাম কত হতে পারে? ১৩ কোটিরও বেশি। মেসির বিশ্বকাপ জেতা জার্সির দাম যে এমনই হবে, তা নিয়ে সন্দেহ নেই। আর এই জার্সি সংগ্রহে রাখার জন্য ঝাঁপিয়ে পড়বেন বিশ্বের ধনকুবেররা।

Latest