Skip to content

NIRF 2024 Ranking:দেশের সেরা ১০০-র তালিকায় আরও এগিয়ে এলো খড়গপুর আইআইটি!

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের র‌্যাঙ্কিংয়ে (NIRF 2024 Ranking)গতবারের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে মেদিনীপুর কলেজ।২০২৩ সালে যেখানে সপ্তম স্থানে ছিল, এবার সেখানে পঞ্চম তম স্থান ছিনিয়ে নিয়েছে খড়গপুর আইআইটি। NIRF 2024 (National Institutional Ranking Framework 2024) অনুযায়ী শিক্ষার গুণগতমান, উন্নত মানের গবেষণা, শিক্ষক- শিক্ষার্থীদের কর্মকুশলতা, সার্বিকভাবে শিক্ষা পদ্ধতির বিচারে দেশের সেরা প্রতিষ্ঠানের জায়গায় ষষ্ঠ স্থানে এলো IIT Kharagpur এখনো দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তকমা ধরে রেখেছে মাদ্রাজ আইআইটি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও খড়গপুর আইআইটি দেশের সেরা ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্যতম হিসেবে উঠে এসেছে।NIRF 2024 এই তালিকায় প্রথম হয়েছে মাড্রাস্ আইআইটি (চেন্নাই), দ্বিতীয় দিল্লী আইআইটি , তৃতীয় বম্বে আইআইটি (মুম্বাই) চতুর্থ কানপুর আইআইটি, তারপর এ পঞ্চম স্থান ছিনিয়ে নিয়েছে খড়গপুর আইআইটি, শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক গুণগত মানের উপর বিচার করেই এই তালিকা তৈরি হয়ে থাকে।

Latest