নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের র্যাঙ্কিংয়ে (NIRF 2024 Ranking)গতবারের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে মেদিনীপুর কলেজ।২০২৩ সালে যেখানে ৭৩ নম্বরে ছিল, এবার সেখানে ৩২ নম্বরে উঠে এসেছে মেদিনীপুর কলেজ। দেশের সেরা কলেজের তালিকায় আরও এগিয়ে গেল মেদিনীপুরের কলেজ। আজ শিক্ষা মন্ত্রক ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ২০২৪ ঘোষণা করেছে। এনআইআরএফ র্যাঙ্কিং ১৩টি বিভাগ কভার করে যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশেষ ক্ষেত্র যেমন ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা এবং চিকিৎসা শিক্ষা। কলেজের মধ্যে দেশের প্রথম স্থান করেছে দিল্লি হিন্দু কলেজ। পশ্চিমবাংলায় রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্তেনারি কলেজ ৩ নম্বর স্থানে ও সেন্ট জেভিয়ার্স ৬ নম্বর স্থানে এবং পশ্চিম মেদিনীপুরের একমাত্র কলেজ হিসেবে প্রথম ১০০ জনের লিস্টে মেদিনীপুর কলেজ ৩২ তম স্থান অর্জন করেছে । এর আগে ২০২৩ সালের NIRF রাঙ্কিং এ মেদিনীপুর কলেজের স্থান ছিল ৭৩ তম। সেখান থেকে ৩২ তম স্থান পাওয়ায় স্বভাবতই খুশির আমেজ কলেজ জুড়ে।