নিজস্ব প্রতিবেদন : দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলির তালিকা প্রকাশ করল ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৫।বৃহস্পতিবার দিল্লিতে প্রকাশিত এনআইআরএফ র্যাঙ্কিং-এর দশম সংস্করণ অনুযায়ী, দেশের সেরা প্রথম ১০০টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৪২তম স্থানে দেশের সেরা কলেজের তালিকায় মেদিনীপুরের কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার প্রাচীনতম কলেজগুলির মধ্যে একটি মেদিনীপুর কলেজ । আজ শিক্ষা মন্ত্রক ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (NIRF) ২০২৫ ঘোষণা করেছে। এনআইআরএফ র্যাঙ্কিং ১৩টি বিভাগ কভার করে যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, কলেজ, গবেষণা প্রতিষ্ঠান এবং বিভিন্ন বিশেষ ক্ষেত্র যেমন ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা এবং চিকিৎসা শিক্ষা। দেশের সেরা কলেজের তালিকায় মেদিনীপুর কলেজ (৪২ র্যাঙ্কিং)। ২০২৪ সালে এই কলেজ ৩২-তম স্থানে ছিল। এর আগে ২০২৩ সালের NIRF রাঙ্কিং মেদিনীপুর কলেজের স্থান ছিল ৭৩ তম।

দেশের সেরা ১০০ কলেজের তালিকায় পশ্চিমবঙ্গের কোন কোন কলেজ আছে?
রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শতবর্ষী কলেজ কলকাতা ৬ষ্ঠ তম স্থানে
সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা ৮ম তম স্থানে
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির হাওড়া ১৯তম স্থানে
রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজ কলকাতা ২৪তম স্থানে
মেদিনীপুর কলেজ পশ্চিম মেদিনীপুর ৪২তম স্থানে
লেডি ব্র্যাবোর্ন কলেজ কলকাতা ৪৭তম স্থানে
