পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের উদ্যোগে কেশপুর প্রগতিশীল ভগবতী শিক্ষা সদনে মহাসমারোহে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই বিশেষ কর্মসূচির সূচনা হয় প্রভাতফেরীর মাধ্যমে, যেখানে জেলার বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় ও আবাসিক হোমের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শ্রী কেম্পা হোন্নাইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু, কেশপুরের বিডিও কৌশিষ রায় সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিরা।দিনব্যাপী কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল সাক্ষরতা বিষয়ক আলোচনাসভা, যেখানে শিক্ষার প্রসার ও সাক্ষরতার গুরুত্ব নিয়ে বিশদে আলোচনা করেন অতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া এবং জেলা জনশিক্ষা প্রসার আধিকারিক তপু বসু। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, সাথী, বারাগড় শশাঙ্ক শেখর বোধ নিকেতন, নিম্বার্ক মঠ প্রতিবন্ধী শিক্ষা নিকেতন ও কেশপুর প্রগতিশীল ভগবতী শিক্ষা সদনের ছাত্র-ছাত্রীরা। নৃত্য, গান ও আবৃত্তির পাশাপাশি কেশপুর প্রগতিশীল ভগবতী শিক্ষা সদনের আবাসিক ছাত্ররা পরিবেশন করে সাক্ষরতা বিষয়ক এক মনোমুগ্ধকর পথনাটক, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচির মাধ্যমে সমাজে শিক্ষা ও সাক্ষরতা প্রসারে আরও সচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টা জারি থাকবে।
