নিজস্ব প্রতিবেদন :নতুন বছরের শুরুতেই মেসি বনাম রোনাল্ডো, এই প্রথমবার ভিন্ন দেশে প্রাক মরশুমের ম্যাচ খেলবে ইন্টার মায়ামি। এল সালভাদোর এবং হংকংয়ে রয়েছে ম্যাচ। সেই প্রাক মরশুম প্রস্তুতির মধ্যেই রিয়াধ কাপ নামক টুর্নামেন্টে সৌদির দুই ক্লাবের মুখোমুখি হতে চলেছে ইন্টার মায়ামি। এই সফরকে সৌদি আরবে ইন্টার মায়ামির অনুরাগীদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার মাধ্যম হিসাবেই দেখছেন ইন্টারের চিফ বিজনেস অফিসার জাভিয়ের আসেন্সি।নতুন বছরের শুরুতেই এশিয়া সফরে আসছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। মঙ্গলবার মেজর লিগ সকারের ক্লাবটির পক্ষ থেকে সিজন কাপে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রাজধানী শহর রিয়াদ সিজন কাপে দেখা যাবে মেসি–রোনাল্ডো দ্বৈরথ। প্রাক্ মরসুম আন্তর্জাতিক সফরের অংশ হিসাবেই সৌদি আরবে আসছে মেসির দল।সিআরসেভেন আল নাসরে যোগ দেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের বিরুদ্ধে খেলতে নেমেছিল পিএসজি। প্যারিসের ক্লাবটির হয়ে হয়ে সে ম্যাচে মেসি, নেইমার ও এমবাপে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া করেছিলেন পর্তুগিজ মহাতারকা। গোল করেছিলেন মেসিও।দি লিগে এই মুহূর্তে শীর্ষে রয়েছে আল হিলাল ও আল নাসের। রোনাল্ডোও দারুণ ছন্দে রয়েছেন। গোলদাতাদের মধ্যে শীর্ষে। ইন্টার মায়ামিতে পা রেখে যথেষ্ট সফল মেসিও। ফলে রিয়াধ সিজন কাপে রোনাল্ডো বনাম মেসি দেখার জন্য মুখিয়ে থাকবে সারা বিশ্ব। অনেকেই মাঠে গিয়ে খেলা দেখার ইচ্ছেও প্রকাশ করেছে।