নিজস্ব সংবাদদাতা : হায়দরাবাদের একটি কৃষি সংস্থার লকার থেকে ২০ লক্ষ টাকা চুরি করে বালেশ্বরের বড়মন্দারুনি গ্রামে পালিয়ে আসেন এক যুবক। নাম গোপাল বেহরা। তিনি ওই সংস্থায় কাজ করেন। পরে ওই যুবকের বাড়ির গোয়ালঘর থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। কৃষি সংস্থা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে হায়দরাবাদ পুলিশ।ওড়িশার বালেশ্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। গোয়ালঘরে ঘুঁটের স্তূপের নীচে বেশ কয়েকটি প্যাকেট থেকে ওই টাকা উদ্ধার হয়। টাকা উদ্ধার হলেও যুবক গোপালের হদিস মেলেনি। পুলিশ আটক করেছে গোপালের এক আত্মীয়কে।