নিজস্ব সংবাদদাতা : শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। পরিচালক হিসেবে রাহুলের উপর নিষেধাজ্ঞা না ওঠাতেই নাকি টেকনিশিয়ানদের এমন অনুপস্থিতি। অন্যদিকে, রাহুলের সমর্থনে একজোট হয়েছে টলিউডের অন্যান্য পরিচালক।শুটিং শুরুর প্রথমদিনেই বিপত্তি! নিষেধাজ্ঞা উঠলেও ফের বিপত্তি রাহুলের শুটিং-এ। কথা ছিল শনিবার থেকেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শুটিং শুরু হবে। তবে শনিবার সকাল সকাল শুটিং ফ্লোরে অভিনেতারা পৌঁছলেও, আসেননি টেকনিশিয়ানরা। ২ দিন সময় দেওয়া হয়েছে ফেডারেশনকে। কাজ শুরু না করলে কর্মবিরতির ডাক পরিচালকদের। আগামী সোমবার থেকে ফ্লোর বয়েকটের ডাক টলিপাড়ার পরিচালকদের। সকাল থেকেই এক এক করে সেখানে এসে উপস্থিত হয়েছেন টেকনিশিয়ান স্টুডিওতে পৌঁছেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেব, মানসী সিনহা, সুব্রত সেন, পরমব্রত চট্টোপাধ্য়ায়, কৌশিক গঙ্গোপাধ্য়ায়, অরিন্দম শীল,অনির্বান ভট্টাচার্য সহ অন্যান্যরা।
রাহুলকাণ্ডে এমন অচলাবস্থা দেখে বেজায় ক্ষুব্ধ তাঁরা। সংবাদমাধ্যমের সামনেই গোটা ঘটনার নিন্দা করে রাজ চক্রবর্তী স্পষ্ট জানালেন, ‘দুদিন ভাবার সময় নিক ফেডারেশন। না হলে, সোমবার থেকে ফ্লোর বয়কট করবেন পরিচালকরা। এই বিষয়ে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘যেটা হচ্ছে, সেটা খুব আনন্দের নয়। মারাত্মক অসম্মান।’ পরমব্রত চট্টোপাধ্যায় জানান, ‘ডিরেক্টর্স গিল্ডই প্রথমে নিষেধাজ্ঞা এনেছিল। তারপর শুক্রবার ফেডারেশনের সঙ্গে বৈঠকে ডিরেক্টর্স গিল্ডই তথ্য দিয়ে জানান, রাহুলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। তাই নিষেধাজ্ঞা তোলা হয়। ডিরেক্টর্স গিল্ড তো ফেডারেশনের অংশ। শনিবার অভিনেতারা, পরিচালকরা এলেও, টেকনিশিয়ানরা আসেনি। বৃহত্তর ফেডারেশন বলছে, তাঁরা কাজ করবে না। এটা কেন?’