নিজস্ব প্রতিবেদন: শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে চন্দ্রকোনা রোডের কুবাই উড়ালপুলে। পুলিশ জানায়, মৃত ব্যাক্তির নাম শামীম মণ্ডল (৩২)। তিনি চন্দ্রকোনা রোডের গুইয়াদহ এলাকার বাসিন্দা। অন্তত ১৩ জন গুরুতর জখম । তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ইতিমধ্যে স্থানান্তরিত করা হচ্ছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। দুর্ঘটনার জেরে শামীম মণ্ডল নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। হতাহতরা সবাই পিকআপ ভ্যানে ছিলেন। বৃষ্টির জন্য রাস্তা পিচ্ছিল হয়ে যায়। তাতেই কুবাই উড়ালপুলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ভ্যানটি। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ। এই ঘটনার খবর পাওয়ামাত্রই হাসপাতালে ছুটে যান বিধায়ক সুজয় হাজার এবং প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো। হতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।