নিজস্ব সংবাদদাতা : ভয়াবহ ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে। কালীপুজোর রাতে জোরে গান না বাজানোয় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনাতন নস্কর (বয়স প্রায় ৩০)। প্রতি বছরই তাঁর বাড়িতে কালীপুজোর আয়োজন করা হয়। সেই সূত্রে বুধবার রাতে তিনি বাড়ির সামনে সাউন্ড সিস্টেমে বক্স বাজাচ্ছিলেন। তাঁর প্রতিবেশীর পরিবারের এক সদস্য হৃদরোগে ভুগছেন। বক্সের অতিরিক্ত আওয়াজে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। তাই প্রতিবেশীরা সনাতনকে বক্সের আওয়াজ কমাতে বলেন। সনাতন তাঁদের অনুরোধে বক্স খুলে নিয়ে বাড়ি ফিরে যান। কিন্তু কিছুক্ষণ পরই অন্য প্রতিবেশী পিন্টু সাহা ও তাঁর স্ত্রী সনাতনদের বাড়ি যান। আর তারপর পুজো মণ্ডপে বক্স বাজাতে চাপ দেন। কিন্তু সনাতন রাজী হননি। প্রথমে কথা কাটা কাটি ও ঝগড়া বাধে দুই পরিবারের মধ্যে। অভিযোগ, সনাতনের মা ও তাঁর ভাইকে প্রথম মারধোর করে পিন্টু। পরে এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে সনাতনকে ছুরি দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনার পর পিন্টু ও তাঁর স্ত্রী ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাঁদের সোনারপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।
