Skip to content

রবিবার পাঁশকুড়ায় দুটি ‘অভয়া ক্লিনিক’ চালু করা হয়!

1 min read

নিজস্ব সংবাদদাতা : রবিবার পাঁশকুড়ায় ‘অভয়া ক্লিনিক’-এ দুর্গতদের চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য হাজির ছিলেন চিকিৎসক কিঞ্জল নন্দ ও অনিকেত মাহাতো। প্রতিবাদ জারি রাখার পাশাপাশি বন্যাদুর্গতদের পাশে দাঁড়িয়েছেন আর জি কর সহ অন্যান্য় হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান।এবার সেই ক্লিনিকেও উঠল জাস্টিস ফর আরজি কর স্লোগান। বন্যা কবলিত পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কনকপুরে রবিবাসরীয় সকালে খোলা হয় ক্লিনিক।প্রাকৃতিক দুর্যোগ ও ডিভিসির জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক জেলার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকায় বন্যায় জলবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন জুনিয়র চিকিৎসকেরা। রবিবার পাঁশকুড়ায় WBJDF-এর পরিচালনায় দুটি ‘অভয়া ক্লিনিক’ খোলা হয়। কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয় ও গড় পুরুষোত্তমপুর ইউথ কর্ণার ক্লাবে চালু হয় ক্লিনিক।

এর মধ্যে কনকপুর মক্তব প্রাথমিক বিদ্যালয়ে ‘অভয়া ক্লিনিক’-এ চিকিৎসা পরিষেবা দিতে হাজির ছিলেন কিঞ্জল নন্দ এবং গড় পুরুষোত্তমপুর ইউথ কর্ণার ক্লাবে চিকিৎসা পরিষেবা প্রদান করেন অনিকেত মাহাতো। স্থানীয় মানুষজন সকাল থেকেই ক্যাম্পে হাজির হয়ে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন। উল্লেখ্য, আর জি করের ঘটনার প্রতিবাদে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কেলোমাল হাই স্কুলেও ক্লিনিক খুলে বিভিন্ন বিভাগে চিকিৎসা পরিষেবা দিতে দেখা গিয়েছিল কলকাতার একদল চিকিৎসককে। এর পর আচমকা কাঁসাইয়ের নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পাঁশকুড়া পুরসভা থেকে শুরু করে প্রায় দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার কয়েক হাজার মানুষ জলের নিচে। বিদ্যুৎহীন অবস্থায় বিচ্ছিন্ন দ্বীপের মত এলাকায় আটকে পড়েছেন বহু মানুষ। প্রাণ বাঁচাতে সাপে-মানুষে একইসঙ্গে আশ্রয় নিচ্ছে ওই সমস্ত জলবন্দি এলাকায়। সময় মতো পানীয় জল কিংবা ত্রাণ পৌঁছতেও যথেষ্টই বেগ পেতে হচ্ছে প্রশাসনকে। অস্বাস্থ্যকর, প্রতিকূল পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে গিয়ে নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও বাড়ছে যথেষ্টই। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকায় আটকে পড়া বানভাসিদের চিকিৎসা পরিষেবা দিতে ছুটে এলেন জুনিয়র ডাক্তাররা।

Latest