নিজস্ব প্রতিবেদন : প্যারিসে জ্যাভলিনে সোনা হাতছাড়া হয়েছে নীরজ কুমারের। তিনি মোট পাঁচটি থ্রো ফাউল করেছেন, কখনও তাঁর থ্রো ৮০ মিটার পেরোয়নি, আবার দেখা গিয়েছে, থ্রোয়িংয়ের সময় বর্ডার লাইনে পা পড়ে গিয়েছে। নীরজ ফাইনালে হেরেছেন পাকিস্তানের আর্শাদ নাদিমের কাছে। পাক তারকা ৯২.৯৭ মিটার ছুড়ে নতুন অলিম্পিক্স রেকর্ড গড়েছেন। নীরজের থ্রো সেখানে ৮৯.৪৫ মিটার। তিনি রুপো পেয়েছেন। তিনি শুরু থেকে বলে এসেছেন, তাঁর লক্ষ্য ৯০ মিটারের ম্যাজিক ফিগার। নীরজ মানছেন, বৃহস্পতিবার রাতে প্যারিসের জ্যাভলিন ফাইনালে নাদিমের দিন ছিল। তিনি বলেছেন, নাদিমের প্রথম থ্রো অবিশ্বাস্য। দারুণ। নীরজের মা সকালেই বলেছেন, নাদিম তো আমাদেরই ছেলে। মায়ের ওই কথা দেশের মানুষের হৃদয় স্পর্শ করে গিয়েছে। দেশের মানুষের প্রত্যাশা ছিল, নীরজ গত টোকিও অলিম্পিক্সের মতো প্যারিসেও সোনা জিতবেন। তিনিও চাপে ছিলেন। প্রতি থ্রোয়ের সময় দেখা গিয়েছে, তিনি চাপ নিচ্ছেন। সোনা হাতছাড়া হওয়ার পরে অবশেষে মুখ খুলেছেন নীরজ। তিনি জানিয়ে দিয়েছেন, ‘‘সত্যিই এবার কাজটি কঠিন ছিল। আমি নিজের সেরাটা দিয়েছিলাম। কিন্তু আমার থেকে আরও ভাল পারফরম্যান্স করেছে আর্শাদ নাদিম। প্যারিসে এবার ভারতের জাতীয় সঙ্গীত বাজেনি, তবে কোথাও নিশ্চয়ই বাজবে। তবে দেশের হয়ে যে রৌপ্য পদক জিতেছি তাতে আমি খুশি।