Skip to content

বাংলাদেশের সাংসদ খুনে চাঞ্চল্যকর তথ্য,পাঁচ কোটি সুপারি দেয় ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিন !

নিজস্ব সংবাদদাতা :  নিউটাউনের ফ্ল্যাটে বাংলাদেশি সুপারি কিলারদের হাতেই খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহের সাংসদ আনোয়ারুল আজিম আনোয়ার। এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে বাংলাদেশের সাংসদ খুনে । খুনের নেপথ্যে মূল চক্রী হিসাবে অভিযোগের তির আজিমের বন্ধু তথা বাংলাদেশের ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিনের দিকেই। জানা গিয়েছে, আনোয়ারুল আজিম আনোয়ারকে খুনের জন্য বাংলাদেশের সুপারি কিলার আমানুল্লাহকে পাঁচ কোটি সুপারি দেয় ব্যবসায়ী আখতারুজ্জামান শাহিন। টোপ হিসাবে ব্যবহার করে নিজেরই সুন্দরী বান্ধবী শিলাস্তি রহমানকে। বন্ধু সেজে সুপারি কিলাররাই আজিমকে নিউ টাউনের ফ্ল্যাটে নিয়ে আসে। বাংলাদেশ পুলিশের কাছ থেকে সিআইডির গোয়েন্দারা জেনেছেন, গত ১৩ মে বিকেল চারটে নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় সাংসদ আজিমকে। এর পর দেহ টুকরো টুকরো করে কেটে ফ্রিজে রেখে দেওয়া হয় শাহিনের নির্দেশেই । বৃহস্পতিবার সিআইডি জিহাদ হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের খুলনার বাসিন্দা এই জিহাদই সাংসদকে খুনের পর টুকরো টুকরো করেছিল। সিআইডি সূত্রে খবর, জিহাদ জেরায় স্বীকার করেছে সে ও আরও চারজন বাংলাদেশি নাগরিক মিলে সাংসদকে নিউ টাউনের ফ্ল্যাটে খুন করে।

Latest